এখনই নয় এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত 

শিক্ষামন্ত্রী দীপু মনি (ফাইল ফটো)

আগামী ১ এপ্রিল থেকে শুরু ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা। ১ এপ্রিল বুধবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়ে চলবে ৪ মে পযন্ত। এদিকে করোনার কারণে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। 

এ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার দুপুরে বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার কথা ১ এপ্রিল। আজ মাত্র ১৬ মার্চ। সুতরাং পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এখনই নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে তার মানে সবাইকে বাড়িতে থাকতে হবে। বাইরে ঘোরাঘুরি করা যাবে না।’ 

কোচিং চলবে কি-না এমন প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, ‘অবশ্যই কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।’

এ বছরের অন্যান্য ছুটির ব্যাপারে মন্ত্রী বলেন, ‘গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।’

এ সময় তিনি আরও জানান, ‘৩১ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড় ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।’

উল্লেখ্য, বাংলাদেশে সবমিলিয়ে মোট আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন সুস্থ। বাকি পাঁচজন অসুস্থ। আক্রান্তদের একজন নারী এবং বাকি দুইজন শিশু। এদের একজনের বয়স দুই এবং অন্য শিশুর বয়স ১০ বছরেরও কম।

উইমেনস নিউজ ডেস্ক /