মফিদা আকবরের কবিতা ‘বিনিময়’

বিনিময়

ফাগুনের ঝড়া পাতায় পাতায় ঘর্ষণ
এ যেন আনন্দ -বেদনার মর্মর গুঞ্জরণ
ঠাঁয় দাঁড়িয়ে থাকা ন্যাড়া গাছগুলোয়
গাঁটে গাঁটে উঁকি দিয়েছে সবে সবুজ কিশলয়
তবুও ব্যাকুল প্রত্যয়ে উদাসী মন
কি যেন কি নেই অস্থিরতায় উদাসীন।
যেতে হবে নিঃসীম গন্তব্যে
দোটানায় থমকে দাঁড়ালে চলবে না।
যোজন দূরের পথ বড়ই অজানা।
শঙ্কিত মন, ভুল পথ, ভুল ঠিকানা,
বেলা শেষ, নিঝুম আঁধার
কতশত আনন্দ -বেদনার
অতীতের পথকে পেছনে ফেলে
নতুন পথের সন্ধানে
চলতে শুরু করি দৃঢ় প্রত্যয়ে।
নিশ্চিত জানি, অনিশ্চিত বন্ধুর পথ।
ভালবেসে কেউ টেনে নেবে না ক্ষণিক সময়।
এখানে কোন মুদ্রা নেই,
কি করে হবে কিছু বিনিময়?

কবি পরিচিতি: মফিদা আকবর একজন স্বনামধন্য কবি ও লেখক। তিনি দু হাতে লিখে চলেছেন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী অর্থাৎ সাহিত্যের সব শাখাতেই রয়েছে তার সাবলীল পদচারণা। তিনি শিশুদের জন্য প্রচুর লিখেছেন। পেশায় একজন সাংবাদিক মফিদা আকবর কাজ করেন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাকে। 

উইমেনস নিউজ সাহিত্য ডেস্ক/