দেশে করোনায় মৃত্যু দুই হাজার ছাড়িয়েছে

প্রতীকী ছবি

দেশে করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯য়ে আক্রান্ত  হয়েছেন আরও ২ হাজার ৭৩৮ জন। ফলে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর আক্রান্তদের মধ্যে মারা যান ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯০৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৬২৫ জনে। দেশে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৪৬ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে- ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৫জন, সিলেট বিভাগে ২জন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে ১ থেকে ১০ বছরের ১ জন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩, ষাটোর্ধ্ব ৯, সত্তরোর্ধ্ব ১২ জন।

গতকাল শনিবার দেশে করোনায় ৩ হাজার ২৮৮ জন শনাক্তের কথা জানানো হয়েছিল। আক্রান্তদের মধ্যে মারা গিয়েছিলেন আরও ২৯ জন। সে হিসেবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

ওমেন্স নিউজ ডেস্ক/