করোনায় আক্রান্ত প্রণবের অবস্থার আরও অবনতি, ভেন্টিলেশন সাপোর্টে

করোনায় আক্রান্ত ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতি দিল্লির আর্মি হসপিটাল জানায়, সাবেক প্রেসিডেন্টের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার তার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু তার পরও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে গত রোববার (৯ আগস্ট) রাতে রাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান  প্রণব মুখার্জি। রক্তপাত না হলেও সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তার। তখন চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি করা হয় তাকে। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তার মাথার ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে। ফলে সোমবার রাতে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অবশ্য অস্ত্রোপচারের আগেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্রণব মুখার্জি যে করোনায় আক্রান্ত তা ধরা পড়ে। অস্ত্রোপচারের পর তার শরীরের আরও অবনতি হওয়ায় সোমবার তাকে ভেন্টিলেশন সাপোর্টে  নেয়া হয়।

ওমেন্স নিউজ ডেস্ক/