অবশেষে করোনা মুক্ত ব্যারিস্টার রুমিন ফারহানা

ফাইল ফটো

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার তার করোনার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাসায় অবস্থান করছিলেন। রোববার (২৩ আগস্ট) তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি এখন ভালো আছেন। সবার দোয়া চেয়েছেন।

গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার করোনা পজিটিভ।

তখন ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা লিখেছিলেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি। সংসদে রুমিন ফারহানার জোরালো বক্তব্য নানা সময়ে আলোচিত হয়। এছাড়া দেশের নানা টিভি চ্যানেলে টক শোতেও তিনি সক্রিয় রয়েছেন। তিনি জাতীয় নেতা অলি আহাদের মেয়ে।

ওমেন্স নিউজ ডেস্ক/