গর্ভের সন্তান ছেলে কিনা দেখতে স্ত্রীর পেট কাটলেন স্বামী

প্রতীকী ছবি

লোকটার যেন আর তর সইছিল না। স্ত্রীর গর্ভের সন্তান ছেলে কিনা তা দেখতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর পেট কাটলেন স্বামী। পেট কেটে দেবার পর ওই নারী একটি মৃত ছেলে সন্তান প্রসব করেছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে দিল্লির এক হাসপাতালে। সম্প্রতি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাদাউন জেলায়। সূত্র-গালফ নিউজ

জানা যায়, ওই দম্পতির পাঁচটি কন্যা সন্তান রয়েছে। তাই একটি পুত্র সন্তানের জন্য স্ত্রীর ওপর ক্রমাগত চাপ দিচ্ছিল তার স্বামী। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে।

ওই নারীর পরিবারের অভিযোগ, স্ত্রীর গর্ভের সন্তান ছেলে কি-না, তা দেখতেইএকটি ধারালো কাস্তে নিয়ে তার ওপর হামলা চালান তার স্বামী। এতে ওই নারীর পেট কেটে যায় এবং তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। ওই নারী বর্তমানে ভারতের রাজধানী দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

এ ঘটনায় ওই পাষণ্ড পুরুষটিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনি স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এটা ছিল একটি দুর্ঘটনা।

তবে আহত ওই নারীর বোন বিবিসিকে বলেন, তার বোন ও বোনের স্বামীর মধ্যে ছেলে সন্তান নিয়ে নিয়মিত ঝগড়া হতো।

আর তার ভাই জানাচ্ছেন, হামলার পর ওই নারীর অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় ডাক্তারের পরামর্শে তাকে রোববার দিল্লি নিয়ে যাওয়া হয়।

যদিও তার স্বামী দাবি করছেন, তিনি তার স্ত্রীর ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালাননি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, তিনি কাস্তেটা তার স্ত্রীর দিকে ছুঁড়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি যে সেটি তার পেটে গিয়ে লাগবে এবং স্ত্রী গুরুতর আহত হবে।

তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘আমার পাঁচটা মেয়ে সন্তান আছে। একটা ছেলে মারা গেল। আমি জানি সন্তান ঈশ্বরের দান। এখন যা হবার সেটাই হবে।’

এ ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে এ ঘটনাটি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। অনেক ফেজবুক ও টুইটারে অনেকেই ওই ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। টুইটারে @ ইপ্সিতাসাহু ২০২০ লিখেছেন: “[…] এটি একটি হৃদয় বিদারক ঘটনা। তিনি কী ধরনের মানুষ তা আমি ভেবে পাচ্ছি না। সঙ্গীর জীবনের প্রতি তার কোনও মায়া,তার কোনও গুরুত্বই নেই তার জীবনে। তাকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যাতে তার স্ত্রীর ব্যথা সে অনুভব করতে পারে।’

টুইটার ইউজার @ প্রতাপ_জাগস ভারতের লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন- ‘এটি অত্যন্ত লজ্জাজনক কাজ। এই লোকটিকে কঠোর শাস্তি দিতে হবে। তবে এই ঘটনাটি আমাদের সমাজের মানসিকতার চিত্রও তুলে ধরেছে। আমাদের সমাজের লিঙ্গ বৈষম্যের বিষয়টির সমাধান করা দরকার। লিঙ্গ সমতা সম্পর্কে আমাদের নিজেদের শিক্ষিত হতে হবে। আমাদের বাড়িতে ছেলে এবং মেয়েদের সমান চোখে দেখাতে হবে।’

ওমেন্স নিউজ ডেস্ক/