জাহান সৈয়দ মিনার কবিতা ‘এ কেমন অনুরাগ’

এ কেমন অনুরাগ !  

আমি এত যে নিমগ্ন আজ,
গভীর প্রেমে তোমার,
অকারণে তাই শুধু কাছে
আসিতে চাই বারবার।
কিন্তু হঠাৎ করে হায়!
মাঝে মাঝে এ কি হয়ে যায়?
চুপিচুপি সে যখন এসে,
আমায় ডেকে নিয়ে যায়।

আমি কান পেতে রই
শুনতে তার পদধ্বনি,
অধীর অপেক্ষায় তারই লাগি
শুধু যে আমি প্রহর গুনি।
সকাল, সন্ধ্যা, নিশি রাতে,
বেলা অবেলায়,
আমি ছুটে চলে যাই,
যখনই সে ডাকে আমায়।

কখনও কাজ ফেলে রেখে,
কখনও বা যামিনীর তৃতীয় প্রহরে,
উষ্ণ কোমল শয্যাটি ছেড়ে,
অনুসরণ করি আমি, মন্ত্রমুগ্ধের মতো তারে।
নিবিড় করে জড়িয়ে থাকা
বলিষ্ঠ বাহুটি তোমার,
সন্তপর্ণে সরিয়ে দিয়ে চলে যাই,
চলে যাই আমি হাতটি ধরে তার ।

অনুরাগে হাত বাড়াতে চাই,
আমি যখনই তার পানে,
তোমার ভালোবাসা, কাছে আসা,
বাধা হয়ে দাঁড়ায় সেই ক্ষনে।
নিরুপম এই মধুর সঙ্গ তোমার ,
দোলায় আমার ভাবনার দুয়ার,
যেন ঝড়ো হাওয়ায় আছড়ে পড়ে,
উদ্বেলিত কপাট দুটি তার।

যতনা ভালোবাসি আমি,
প্রিয়তম সঙ্গ তোমার,
ততই আবেগে অনুরাগী হই,
প্রহর এলে কবিতা লেখার।
এ মন লাগেনা তখন আর,
তোমার মিষ্টি আলাপনে,
তাই এ প্রাণের সকল আবেগ আমি,
ঢেলে দিতে চাই কবিতা লেখায়,
অতি সংগোপনে।

কবি পরিচিতি- দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন কবি জাহান সৈয়দ (মিনা)। সাহিত্যের বিভিন্ন শাখায় পদচারণা থাকলেও তিনি মূলত কবি হিসাবেই বেশি পরিচিত। আমাদের এই প্রবাসী কবি অবস্থান করছেন সুদূর কানাডার অন্টারিও প্রদেশের ওকভিল শহরে।

ওমেন্স নিউজ ডেস্ক/