কাবুলে দুই নারী বিচারপতিকে গুলি করে হত্যা

কাবুলে আবারও বন্দুকবাজদের বন্দুকের নিশানা হলেন নারীরা। এবার আফগান সুপ্রিম কোর্টের দুই নারী বিচারপতিকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সূত্র-আল জাজিরা

রোববার সকালে ওই দুই নারী বিচারপতি গাড়িতে করে কাজে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বন্ধুকধারীরা। আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে এই হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হামলায় তাদের গাড়িচালকও আহত হয়েছেন ।

হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি জানিয়েছেন, নিহতরা শীর্ষ আদালতে কর্মরত ছিলেন। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই হামলার পিছনে কাদের হাত রয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

আফগানিস্তানের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে কাজ করছেন অন্তত ২০০ নারী।

প্রসঙ্গত, পেন্টাগন আফগানিস্তান থেকে মার্কিন সেনা হ্রাসের ঘোষণা দেয়ার মাত্র দুদিন পরেই এই হামলার ঘটনা ঘটলো আমেরিকা। পেন্টাগন আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা ২৫০০তে নামিয়ে আনার ঘোষনা দিয়েছে। এই ঘোষণার ফলে গত দু দশকের মধ্যে আফগানিস্তানে এটাই সবচেয়ে কম সংখ্যক মার্কিন সেনার উপস্থিতি।

ওমেন্স নিউজ ডেস্ক/