এবার দল থেকে বহিষ্কৃত নেপালের প্রধানমন্ত্রী ওলি

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে নেপালের ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)।  দলের বিদ্রোহী নেতা পুষ্পা কমল দহাল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন অংশ রোববার এক বৈঠকের পর ওই ঘোষণা দিয়েছে। এর আগে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছিল ওলিকে। এ বার গেল সদস্যপদও। ফলে আরও গভীর সঙ্কটে পড়লেন ওলি। সূত্র- আনন্দবাজার , দ্য হিন্দু

এনসিপি-র ওলি বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ রোববার বলেন, ‘তার (কেপি শর্মা ওলি) সদস্যপদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

গত শুক্রবারই ওলির সদস্যপদ খারিজ করার হুমকি দিয়েছিল তার বিরোধী শিবির। ৪৮ ঘণ্টার মধ্যে সেটি সত্যি বলে প্রমাণিত হল।

গত বছর ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী এপ্রিল এবং মে-তে ভোটের আহ্বান জানিয়েছেন ওলি। তা নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে দলে তার বিরোধী শিবির। ফাটল এতটাই চওড়া হয়েছে যে ওলির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে বিরোধী শিবির। আন্দোলনের অন্যতম নেতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথাও আগেই ঘোষণা করেছিল দল।

দলের একের পর এক পদক্ষেপে এখন চাপে রয়েছেন ওলি। তবে তিনি ভুল শুধরে নিলেও তার সঙ্গে সমঝোতার কোনও জায়গা নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন এনসিপি-র ওলি-বিরোধী শিবিরের আর এক নেতা মাধব কুমার। তিনি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘কেউ যেন এটা না ভাবে এনসিপি ওলির সামনে মাথা নুইয়ে দেবে। এটা কখনই হবে না কারণ আমরা বিশ্বাস এবং মূল্যবোধের উপরে দাঁড়িয়ে রাজনীতি করি।’

ওমেন্স নিউজ ডেস্ক/