মিশরে ভবন ধসে নিহত ৬

মিশরে একটি আবাসিক ভবন ভেঙে পড়লে এর কমপক্ষে ছয় বাসিন্দা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। রাজধানী কায়রোর উত্তরাঞ্চলীয় প্রাদেশিক শহর আল মাহলা আল কুবরায় শনিবার রাতে ওই পাঁচতলা আবাসিক ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে। এসময় সেখানে বসবাস করছিলেন আরও চারজন। তবে ভবনটি ভেঙে পড়ার সময় তারা দ্রুত বাড়ির বাইরে চলে আসতে পারায় এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

মিশরের আধা সরকারি পত্রিকা আল আহরামের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে গালফ নিউজ।

তাৎক্ষণিকভাবে ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। কারণ উদঘাটনে একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর লোকজন। তারা ঘটনাস্থলসহ আশপাশের এলাকা চারদিক থেকে ঘিরে রেখেছে। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার আগ পর্যন্ত এর আশপাশের ভবনগুলোর লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রাদেশিক গভর্নর তারেক রাহমি।

ওমেন্স নিউজ ডেস্ক/