সোনার লকেট
আমি ক্রমশ হেঁটে চলেছি একটি পল্লী ঠোঁটে, এক বিচ্ছিন্ন কক্ষ পথে!
পথের বাঁকে হিমালয় শুভ্র পর্বত যুগল আন্দোলিত করে আমার কবিতার শহর, আমি থমকে দাঁড়াই!
ছুঁয়ে ছুঁয়ে যায় দিগন্ত জুড়ে
উদাস শিশিরের মতো টুপটাপ সুরে ভালোবাসা খচিত এক সোনার লকেট!
তৃণলতার মতো আঙ্গুলে নীড় বেঁধেছে মেহেদির রঙ,
বৃষ্টি ভেজা চিবুকের ঘ্রাণ শুষে পল্লবীর দীঘল কেশ ছুঁয়েছে সুঢেল চূড়ায় কমলা বৃন্ত!
নিমগ্ন আকাশে ফুটে উঠেছে এক বিলাসী চাঁদ
জোছনার আবরণ তৈরি করেছে এক মিষ্টি রাতের গল্প!
আমি অধীর প্রতীক্ষায়, ক্রমশ হাঁটছি পথ।
কবি পরিচিতি: কবি মোঃ আক্তারুজ্জামান মিন্টুর জন্ম যশোর জেলায়। অনেকদিন থেকেই লেখালেখির সাথে জড়িত। ‘একমুঠো সুখের আশায়’ শিরোনামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার সম্পদনায় প্রকাশিত হয়েছে দুটি যৌথ কাব্যগ্রন্থ ' সমীকরণ ' ও ' ঘোমটা পরা চাঁদ '।
ওমেন্স নিউজ ডেস্ক/