সাজেদা হকের কবিতা ‘শত বর্ষে শত স্মৃতি’

সাজেদা হক

শত বর্ষে শত স্মৃতি

শত বর্ষে শত স্মৃতি
মনে পড়ে বারে বারে
শ্রদ্ধায় আর ভালোবাসায়
পিতা আছেন অন্তরে।

কাঁদা-মাটি নোনা জলে
হেলেদুলে হেসে খেলে
পেতেছিলেন শয্যা শিশিরে
পাহাড়- সাগর নদী
পেরিয়ে নোনাজল
এনেছিলেন স্বাধীনতা ছিনিয়ে

সোনার বরণ কন্যা তুমি
সোনার বাংলাদেশ
ভাটিয়ালি জারি সারি
তোমার নাই গো শেষ
এই দেশেরই সোনার মানুষ
শস্য ফল ফলায়
বঙ্গদেশের বন্ধু তুমি
তুমিই আমার ভাই

কামার কুমার তাঁতী তোমার
ছিলো হাতিয়ার
আমরা ছিলাম সাথী তোমার
পরমও আঁধার
আঁধার কেটে আনলে যখন
স্বাধীনতার ফুল
ফুলকে হাতে পেয়ে আমরা
করে বসলাম ভুল
ভুল সে তো নয় মহাপাপ
করি নিবেদন
মাফ করে দাও পিতা মোদের
এটাই আবেদন।

লেখক পরিচিতি: সাজেদা হক পেশায় সাংবাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাপানিজ স্টাডিজে স্নাতকোত্তর। বর্তমানে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এমফিল লিডিং টু পিএইচডি বিষয়ে অধ্যয়নরত। ২০০৩ সালের ডিসেম্বরে সালমা সোবহান ফেলোশিপের মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। ২০০৪ সালে প্রথম আলো পত্রিকায় সালমা সোবহান ফেলো হিসেবে, পরবর্তীতে দৈনিক দেশবাংলা পত্রিকায় রিপোর্টার হিসেবে যোগদান। ২০০৭ সালে একুশে টেলিভিশন, ২০০৯ সালে যমুনা টেলিভিশন এবং ২০১০ সালে বৈশাখী টেলিভিশনে সহকারী বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে রেডিও ধ্বনিতে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। বর্তমানে সহযোগী অনুষ্ঠান নির্মাতা হিসেবে চ্যানেল আইতে কর্মরত আছেন।

সাজেদা হকের জন্ম সৈয়দপুর, নীলফামারী। বাবা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় সাজেদা হক।

ওমেন্স নিউজ ডেস্ক/