জাহাঙ্গীর আজাদের কবিতা ‘তৈলাক্ত তেলাপোকা’

কবি জাহাঙ্গীর আজাদ

                     তৈলাক্ত তেলাপোকা

কৃষ্ণ গহবর থেকে উঠে এসে সায়াহ্নের পিঙ্গল আলোয়
একদল তৈলাক্ত তেলাপোকা পথ কেটে এগিয়ে চলেছে।
 
খানাখন্দে ভরা এই মৃত মহাসড়কের একধারে
মানুষের বসত ছিলো, স্বভাবত সুরমা রমনী আর শিশুরাও ছিলো
ছিলো কিছু সম্পন্ন শস্যক্ষেত্র, জলসত্র, পানের বরোজ
বেতস লতার ঝোপে ডাহুকীর আদুরে ছানারা ছিলো
মধ্যাহ্নের অশ্বত্থকুঞ্জে বিষন্ন স্বরগ্রামে বাউলা ঘুঘুরাও ছিলো
সন্ধ্যায় ঘরে ফেরা কাকেদের ত্রস্ততা ছিলো।
 
সড়কের অন্যধারে প্রাগ্রসর নগর সভ্যতায়
মেঘছোঁয়া সুরম্য অট্টালিকায় রাজন্য ও বণিকজনেরা ছিলো
সেনাপতি নগরপিতারা যেহেতু ছিলো, স্বভাবত
নারী ও পুরুষ বেশ্যা, তাহাদের অনিবার্য দালালেরা ছিলো
নগরের প্রান্তদেশে কারখানায় কৃতদাস শ্রমিকেরা ছিলো।
 
অতঃপর অতিমারী যুদ্ধকাল শেষে দীর্ঘলয়ী হিমযুগ—
প্রাণি ও উদ্ভিদহীন ধূলো ও ধোঁয়ার বৃত্তে যত্রতত্র কৃষ্ণ গহবর
তার মাঝে একদল তৈলাক্ত জম্বি তেলাপোকা
সায়াহ্নের পিঙ্গল আলোয় ধীরলয়ে এগিয়ে চলেছে।

জাহাঙ্গীর আজাদ: কবি, লেখক ও অনুবাদক। তিনি লেখালেখি করছেন ৭০য়ের দশক থেকে। বসবাস চট্টগ্রামে।
    
ওমেন্স নিউজ ডেস্ক/