শিশুদের ১৮তম আড্ডায় গজল গাইল সবাই

ছবিটি তুলেছে আড্ডায় অংশগ্রহণকারী শিশু নাফিসা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবারের বিকালটি ফাহমিদা, বৃষ্টি, হিমেলদের জন্য অন্যরকম এক আনন্দের সময়। এ সময় শিশুরা সবাই একসঙ্গে হয় এবং নিজেদের ইচ্ছেমতো কোনও আয়োজনে অংশ নেয়।

শুক্রবার (৫ মার্চ) অনুষ্ঠিক হয়েছে শিশুদের ১৮তম আড্ডা। এসময় শিশুরা নিজেদের পছন্দমতো ইসলামিক গজল গেয়ে শোনায়। এবারের আড্ডায় অংশ নিয়েছে ফাহমিদা, বৃষ্টি, নিহা, নাফিসা, হিমেল, ফুয়াদ, মনিরা ইসলাম ও বাসরী।

শুক্রবারের আড্ডার আয়োজক সাংবাদিক তাসকিনা ইয়াসমিন এমি বলেন, করোনায় শিশুদের স্কুল বন্ধ থাকায় শিশুদের সময় কাটতে চায় না। এই অবস্থায় তাদের কিছুটা অন্যরকম আনন্দ দিতেই এই আড্ডার আয়োজন করা হয়েছে। এর আগে সাংবাদিক তাসকিনার উদ্যোগে আরও ১৭ টি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সেইসব আড্ডায় কখনও গল্প, কখনও ছড়া, কবিতা, কৌতুক এসব বলে শিশুরা তাদের আনন্দঘন মুহূর্ত কাটায়।

আড্ডা সম্পর্কে শিশু ফাহমিদা জানায়, বিকেলে আমরা প্রতিদিন খেলি, একদিন সবাই মিলে একসঙ্গে বসে কথা বলতে বেশ ভাল লাগে।

গতকালের আড্ডায় জার্মান প্রবাসী লেখক সিরাজুম মুনিরা, কবি ও শিক্ষক জুয়েলা জেবুন্নেসা খান লাইভে যুক্ত হয়ে শিশুদের সঙ্গে তাদের শিশুবেলার অভিজ্ঞতা বিনিময় করেন।

ওমেন্স নিউজ ডেস্ক/