শাহারিয়ার ইমরানের কবিতা ‘রমণী’

                     রমণী

রমণী, সেতো হাজারো রঙে রাঙিয়ে থাকা,  
অনিন্দ্য সুন্দর মানবী অঙ্গনাকে বুঝি ।   
রমণী, সেতো গাঁয়ের নবযৌবনা নববধুকে বুঝি ।  
রমণী, সেতো যুবকের মনে লালন করা তার প্রিয়তমাকে বুঝি,
যার কাছে সে চারুতার দেবী  ।
রমণী, সেতো ধনীর অলঙ্কৃত তনয়াকে বুঝি ।
রমণী, সেতো ফুতপাথে থাকা গৃহহীন অসজ্জিত নারীকে বুঝি ।
রমণী, সেতো কৃষ্ণকলিকে আমি বুঝি ,
যার কেশ কালো, আঁখিও কালো ।
রমণী, সেতো আবরণবিহীন,
এলোমেলো উড়ন্ত অঙ্গরূহের এক অচীন গাঁয়ের নন্দিনী ।
যা শুধু যুবকের কল্পগৃহে আঁকা ছবি ।  
রমণী, সেতো কর্তা হারা নিঃসঙ্গ নারী ।
রমণী, সেতো প্রত্যেক পুরুষের হৃদয়ে পুষে রাখা এক একটা নারী।
যাকে নিয়ে তার ক্ষণ জন্মের পথ চলা,   
যাকে নিয়ে তার স্বপ্ন বোনা। 
রমণী
সে তো প্রকৃতির রঙে রাঙিয়ে থাকা
মার্তৃভূমিকে বুঝি
যার সৌন্দযের কারুকার্য
শিল্পীর তুলিকে হার মানায়।

কবি পরিচিতি: শাহারিয়ার ইমরান একজন নতুন কবি। সবে অনার্স শেষ করেছেন। তার কবিতায় প্রচুর আগ্রহ আছে। যদিও নিয়মিত গদ্য ও লিখছেন তিনি। তার গ্রামের বাড়ী নোয়াখালী।

ওমেন্স নিউজ ডেস্ক/