উম্মে আয়মা সুমার কবিতা ‘প্রতিবন্ধী’

উম্মে আয়মা সুমা

        প্রতিবন্ধী

স্বপ্ন আমার সবুজ কন্যা
আশা সোনার পাখি
তাইতো আমায় দেয়নি প্রভু
সোনার দুটি আঁখি।

সবার মতো নেই তো আমার
চাওয়া-পাওয়ার মালা
চোখের আলোই কেড়ে নিয়েছে
আমার সকল পাওয়া।

আমায় যদি দেবে না প্রভু
নয়ন ভরা আলো
সৃষ্টি আমায় করে তুমি
করনি তেমন ভালো।

আমার তো ইচ্ছে করে
দেখবো প্রিয় মুখ
হাজার দুঃখেও বাঁধবো আমি
আমার ভাঙ্গা বুক।

ঘরের বোঝা, দেশের বোঝা
বোঝা নিজের কাছে
ইচ্ছে করে প্রাণ পাখিটা
ছাড়বো অবশেষে।

কেউ কি মোদের আসবে না
মুছতে চোখের জল
সারা জীবন বাঁচবো কী
নিয়ে দুঃখের চর।

এই যদি হয় জীবন জীবন গতি
থমকে যাওয়া পথ
তবে মোদের মৃত্যু মুখে
করো অবনত।

মারতে যদি না পার, তবে
বাঁচাতে মোদের দাও
প্রতিবন্ধী করে নয়
আপন মানুষ করে নাও।

উম্মে আয়মা সুমা: কুড়িগ্রামের মেয়ে উম্মে আয়মা সুমা একজন  শিক্ষার্থী। পড়ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ইংরেজি বিভাগে। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসেন।

ওমেন্স নিউজ/