তালুকদার লাভলীর কবিতা ‘নীরব বিপ্লব’

নীরব বিপ্লব

হে কাঙ্খিত স্বাধীনতা
বয়ে এনেছ সুখের বারতা
হাসিমুখে ঘরে এসে দিলে শুধু ব্যথা

ভেবেছিনু
তব সাথে এসে সুখপাখি
মুছে দেবে আবর্জনা
যত আছে বাকি।

কিন্তু, আজ দেখি হায়
মাথাচাড়া দিয়েছে আবার
পুরোনো পঙ্গপাল
মানচিত্র খামচে ধরেছে হায়েনারা
সমাজটাকে ব্যবচ্ছেদ করছে শকুনেরা
আমার মায়ের পবিত্র অঞ্চল
রঞ্জিত করেছে নেড়িকুত্তারা।

অ্যাসিডে ঝলসে দিয়েছে পবিত্র মুখাবয়ব
মানচিত্রের গায়ে এঁকেছে
দুর্নীতির চ্যাম্পিয়ন।
তেতাল্লিশ বছর পরও
হায়েনাদের ধারালো নখরে
ছিন্নভিন্ন হলো
আরো শত প্রাণ।

জাতি, মেরুদণ্ড সোজা করে
আরেকবার দাঁড়াও।
ছেঁড়াফাটা সমাজের চোখে আঙুল দিয়ে বলো
আরেকটা যুদ্ধ চাই, আর একটা বিপ্লব!

না, কোনো হত্যা নয়, রক্তপাত নয়
নয় কোনো ধ্বংসযজ্ঞ,
চাই শান্ত নীরব বিপ্লব।

ওমেন্স নিউজ/