শাহলা আহমেদের কবিতা ‘বিজয়ের স্বপ্ন’

শাহলা আহমেদ

বিজয়ের স্বপ্ন

৫০ বছর!!!!
দিনগুলো স্বপ্নের মতন
উড়ে গেল, মনে হচ্ছে—
এই তো সেই দিন!!

চারিদিকে হট্টগোল
পল্টনে বিশাল জনসভা।।
লোকে লোকারন্য
বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ
স্বাধীনতার ডাক!!

২৫শে মার্চ ভয়াবহ কালো রাত
অতকির্ত ঝাঁপিয়ে পড়ে
হত্যাযজ্ঞে মেতে  উঠে-—
হানাদার বাহিনী।।

শহর ছেড়ে ছুটছে সবাই
বৃদ্ধ কিশোর যুবক গ্রামবাসীরা
যা আছে…..
তা নিয়ে ঝাঁপিয়ে পড়লো!!

বুদ্ধিজীবি হত্যা হয় বড় কূট কৌশলে
রাতের  অন্ধকারে তুলে নিয়ে
নির্মম হত্যা, মিরপুরের বধ্যভূমিতে।।

নিরুপায় আটকে পড়া শহরবাসী
জীবন হল জিন্দালাশ!!

রাত গভীর কালো আঁধার
দিন হতো আলো বিহীন
দরজা জানালা বন্ধ,
হ্যারিকেনের টিম টিম আলো।।

পিন পতন নীরবতা
টিপ টো পায়ে চলা।।

টুং টাং শব্দে সবাই হত
ভীতিগ্রস্ত।।
ফিসফিস কথা বলা।।
কান পেতে স্বাধীন বেতার
শোনা….

বিকট শব্দে আকাশ কাঁপিয়ে
বেড়াতো যুদ্ধ উড়োজাহাজ
এক ঘরে জড় হত সবাই
ঘর তো নয়, একটা ব্যাঙ্কার।।

ভয়ভীতির পরে ও পিছ পা হটেনি
শহরবাসীররা-— সাহয্যের হাত
বাড়িয়ে দিল মুক্তিযোদ্ধাদের তরে।।

কি এক দূর্বিসহ আতঙ্কিত জীবন
একেক টা দিন যেন একেকটা যুগ!!

সূর্যের আলো ঠিকরে বেরিয়ে এলো
আঁধার থেকে মাত্র নয় মাসে!!

খুলে গেল ঘরদোর জানালা
উন্মত্ত ছাদ!!!
মুক্ত আকাশ স্নিগ্ধ বাতাস
প্রানভরে গ্রহন করলো বেঁচে
থাকার স্বপ্ন,
স্বাধীনতার স্বাদ।।

লাল সবুজ পতাকা উড়লো ঘরে ঘরে
বিজয় বার্তা নিয়ে!
পৃথিবীর মানচিত্রে স্থান পেলো
       বাংলাদেশ, আমার
বাংলাদেশ।।।

ওমেন্স নিউজ/