সম্পা সাহার কবিতা ‘স্বাধীনতা’

                                স্বাধীনতা
                

খুঁজে ফেরে স্বাধীনতা
                 স্বাদ নিতে চায়,তৃপ্ত হতে চায়
                 স্বাধীনতার অমিয় পানে।
                 পরাধীনতার শৃঙ্খলে
আষ্টেপৃষ্ঠে বদ্ধ আজ স্বাধীনতার
                 জানালা।।
                 সাদা -কালো,নর-নারী সব,
  সব স্বাধীনতা আজ কাগজে কলমের
                 আঁচড়।
স্বাধীনতা আজ বড্ড এক পেশী
ক্ষমতার কাছে স্বাধীনতা আজ
                  নতজানু।।
                  বড্ড কষ্ট হয় স্বাধীনতার
সেও বিক্ষুব্ধ হয়,রক্তাক্ত করে
                  নিজেকে
 কিন্তু সে কান্না পৌঁচ্ছায় না কর্ণ
                  কুঠরে,
                  বধির হয়েছে সমাজ।।
আজ স্বাধীনতার আলো আটকা
                 পড়ে তিমির আঁধারে।।
  অসহায় স্বাধীনতা বুভুক্ষু কাঙ্গালকে
                 দেখে ভয় পায়।।
বিবস্ত্র নারীকে দেখে মুখ লুকায়।
   অভিসম্পাত করে নিজেকে বারংবার
                                             হায় রে স্বাধীনতা।।

ওমেন্স নিউজ/