সুলতানা রিজিয়িার দুটি কবিতা

সুলতানা রিজিয়া

বুকের তিয়াস

আমার একটা ঘর ছিলো
ভাগ দিয়েছি জনে জনে-
মনের মাঝে ছিলো যে জন
মন থেকেও সে নেই এ মনে।

আমার একটা স্বপ্ন ছিলো
দীর্ঘশ্বাসে হলো যে ছাই-
বনের বাঘ চেনে না আমায়
মনের বাঘই নিত্য যে খায়।

আমার বুকে আশা ছিলো
উতল তিয়াস গুমরে মরে-
সাত সমুদ্রের পথ চিনিনে
চোখের জলেই নোনোয় ধরে।

আমার বুকে শীতল ছায়া
যাকে পেয়ে বিভোল প্রাণে-
সেই সে নিঠুর উড়াল দিয়ে
চোরাগুপ্তা আঘাত হানে।

জলের স্রোতে লেখা

জলের স্রোতে বৃষ্টির গানে
ফোটে হীরার ফুল,
অথৈ কান্দন নারীর চোখে
ভাসায় যে দু'কূল।

কত কথা রয় যে জমে
আকাশ পাতাল জুড়ে,
চোখের আলো ক্ষয়ে গেলে
শখের বাগান পুড়ে।

ছিলো যে জন আপন ঘরে
হারিয়ে গেলে হঠাৎ,
চেনা মানুষ অচিন হলে
সয়না প্রানে আঘাত!

ওমেন্স ডেস্ক/