ভারতে একদিনে আক্রান্ত আরও প্রায় ২ লাখ মানুষ

করোনার ব্যাপক সংক্রমণের মধ্যেও চলছে ধর্মীয় উৎসব কুম্ভ মেলা

করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ নিয়েছে ভারতে। বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করে রোববারই করোনা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি। আবারও একদিনে বিশ্বের সর্বোচ্চ সংক্রমন ভারতে। এ অবস্থার মধ্যেই সেখানে চলছে কুম্ভ মেলার মতো ব্যাপক জমায়েতের ধর্মীয় উৎসব।

সোমবার একদিনে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ২৭১ জন। এদের মধ্যে প্রায় ২ লাখই ভারতের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৬৯৪ জন। এদিনেও বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ভারতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এ সংখ্যা ছিলো যথাক্রমে ৫৬ হাজার ৫২২ এবং ৩৮ হাজার ৮৬৬ জন। ভারতের পর সবচেয়ে বেশি সংক্রমণ তুরস্কে, ৫৪ হাজার ৫৬২ জন।

এর একদিন আগে অর্থাৎ গত রোববারও বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ছিল ভারত। ওইদিন সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন। দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। ফলাফল ওইদিনই ব্রাজিলকে হটিয়ে করোনা তালিকার দ্বিতীয় স্থানে ওঠে আসে আমাদের প্রতিবেশী দেশটি। এখন ভারতের ওপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র।

আরও পড়তে পারেন-বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ ভারতে

এ পর্যন্ত ভারতে কোভিড-১৯য়ে সংক্রামিত হয়েছেন মোট ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৭১ হাজার ৮৯ জন। মোট সুস্থ ১ কোটি ২২ লাখের বেশি মানুষ। তবে করোনার কারণে এখনও চিকিৎসাধীন ১ কোটি ২৬ লাখ ৪ হাজার ৫৪৪ জন, যাদের মধ্যে প্রায় ৯ হাজার রোগীর অবস্থা গুরুতর।

করোনার এই ভয়াবহ সংক্রমণের মধ্যেও সেখানে চলছে কুম্ভ মেলার মতো ব্যাপক আকারের ধর্মীয় উৎসব। সোমবার উৎসবের দ্বিতীয় দিন সকালে পবিত্র গঙ্গা নদীতে স্নানের জন্য হিমালয় রাজ্যের হরিদ্বার শহরে জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। এত লোকের ভিড়ে সামাজিক দূরত্ব তো দূরের কথা, করোনাকালীন সময়ের স্বাভাবিক স্বাস্থ্য নীতি মেনে চলাও সম্ভব হচ্ছে না। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনাকালীন সময়ে তারা এই ধর্মীয় উৎসবটি বাতিল করার আবেদন করলেও মোদি সরকার তাতে রাজি হয়নি।

সূত্র-বিবিসি ও ওয়ার্ল্ডোমিটার

ওমেন্স নিউজ ডেস্ক/