দেশে করোনায় এই প্রথম শতাধিক মৃত্যু

ছবি-সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বারের মতো একদিনে একশো'র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছে। এটি একদিনে মৃত্যুর ক্ষেত্রে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

এদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৩৪ জন নারী। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৯৪ জন। বাকি সাতজন মারা গেছেন বাড়িতে। এ নিয়ে দেশে করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত মোট ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল গত বছরের ১৮ মার্চ। তবে এই ১৩ মাসে মৃতের সংখ্যা এর আগে কখনোই তিন অঙ্ক ছোঁয়নি।

সূত্র: বিবিসি বাংলা

ওমেন্স নিউজ ডেস্ক/