দুই স্বপ্নবাজ তরুণের উদ্দ্যেগে ৪৩ টি আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট

‘ভোট আইসে ভোট যায় কত মেম্বার চেয়ারম্যান আসিল গেল কাইয়ো হামার খোজ নেয় না! পরিবার নিয়া কত কষ্ট করি দিন কাটাই। রাখেনা কাও(কেউ) খোঁজ। ভোটের সময় আইসে, দিমো দিমো কয়া যায় আর খোঁজ নাই। মোর পানি খাওয়ার কষ্ট দেখি মমতাজ আলী শান্ত ও ইয়াছিন আলী কল দিল (নলকূপ) ।’

তিনি আরও বলেন, ‘নিজে একনা(একটা) নলকূপ বসাছনুং তাও নষ্ট হয়া পানি উঠেনা। মোর একটা কল (নলকূপ) না থাকায় মাইনসের (মানুষের) বাড়ি থাকি পানি আনি খাছনুং। মোর এলা কষ্ট দূর হইল। মুই জীবনভর ওমার (ওদের) জন্য দোয়া করিম।’এভাবেই কথাগুলো বলছিলেন কাকিনা চাঁপারতল এলাকার কাশেম আলী (৮০) নামের এক বৃদ্ধ।

তিনি হাটে বাজারে গান গেয়ে ঔষধ বিক্রি করেন। পরিবারে অসচ্ছলতার কারনে বসাতে পারেনি আর্সেনিক মুক্ত একটি নলকূপ। তার মতো ৪৩টি অসহায় পরিবার জানাচ্ছিলেন দুঃখ- কষ্টের কথা। অর্সেনিক মুক্ত নলকূপ পেয়ে বেশ খুশিও তারা।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ১নং ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র ৪৩টি পরিবারের মাঝে নিজ অর্থায়নে ও ব্যাক্তি উদ্যোগে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করেছেন কাকিনার স্বপ্নবাজ দুই তরুন উদ্দ্যেক্তা মোঃ মমতাজ আলী শান্ত ও মোঃ ইয়াছিন আলী।

তারা যেন তরুণ ও যুবসমাজের স্বপ্নদ্রষ্টা। তারুণ্যের গৌরব। অসহায়, গরীব, হতদরিদ্রের ত্রানকর্তা। সমাজ বিনির্মানের আলোকবর্তিকা। মার্জিত ও রুচিসম্মত আধুনিক সমাজ গড়ার বার্তাবাহক। একের পর এক করে যাচ্ছেন সমাজের উন্নয়নের জন্য কাজ। সমাজে সকলের কাছে প্রশংসনীয় দুই তরুণ। তারা কোন জনপ্রতিনিধি না হয়েও সমাজ উন্নয়নে রেখেছে বিশেষ অবদান। মানবকল্যাণকর কাজের মধ্য দিয়ে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন।

ইতোমধ্যে নিজ অর্থায়নে মাটির রাস্তা মেরামত, মসজিদ-মাদ্রাসা,মন্দিরে সহযোগিতা অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, সম্প্রতি অসহায় এক ভিক্ষুককে গৃহ নির্মাণ করে দিয়ে মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। এর আগে করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবানু নাশক স্প্রে ও খাবার বিতরণ করেছেন তারা।

মানবীয় এই ইয়াছিন আলী ও মমতাজ আলী শান্ত মানুষের পাশে দাঁড়িয়ে এমন দৃষ্টান্ত অর্জন করায় সম্প্রতি এলাকায় জনপ্রিয়তা বাড়ছে অনেকটাই। ওইসব প্রিয় মানুষদের এখন একটাই দাবি, জনপ্রতিনিধি হিসেবে ইয়াছিনকে দেখতে চাই। এলাকার মানুষদের এমন দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ইউপি নির্বাচনে কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে সদস্য পদে অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিচ্ছে ইয়াছিন। তাকে নির্বাচিত করতে পারলে ওয়ার্ডবাসী আরো উপকৃত হবেন বলে এমনটি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘এমন মানবিক তরুনকে জনপ্রতিনিধি করতে হবে। মানুষের পাশে থেকে ইয়াছিন কাজ করবে। তার এই ধারা অব্যাহত থাকুক এটা আমাদের প্রত্যাশা।এভাবে কাজ করলে এলাকার চিত্র বদলে যাবে।’

কাকিনা চাঁপারতল মেম্বার মার্কেটের ব্যবসায়ীরা জানায়, ‘এই মার্কেটে আগে নলকূপ ছিলো না। দুই তরুণ উদ্যেক্তা এখানে একটি অর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন করে দিয়েছে। এখন আর আমাদের পানির সমস্যা হচ্ছে না।’

মনছুর আলী জানায়, ‘আমার পানি খাওয়ার মত একটি টিউবঅয়েল ছিলো না। অনেকদিন মেম্বার চেয়ারম্যানের পিছনে ঘুরছি একটা আর্সেনিকমুক্ত নলকূপের জন্য। কেউ পাত্তাই দেয় নাই। পরে মমতাজ আলী শান্ত ও ইয়াছিন আলী শুনে তাৎক্ষনিক ভাবে আমাকে আর্সেনিক মুক্ত নলকূপ বসিয়ে দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করি আমার মত গরীবের সেবক হয়ে যেন থাকতে পারে।’

আফছার আলী জানায়, ‘আমি কাজ করে বাড়িতে এসে এক গ্লাস পানি ঠিকমত খাইতে পারিনাই। আমার নলকূপ ছিল জোড়া-তালি লাগানো। তা দিয়ে কোনরকম পানি ব্যবহার করছি। পরবর্তীতে একদিন ইয়াছিল আলী এসে আমার এই অবস্থা দেখে দ্রুত একটা নলকূপ স্থাপন করে দিয়েছেন। আমার এখন আর পানির জন্য কষ্ট করতে হবে না।’

তরুণ উদ্দ্যেক্তা মমতাজ আলী শান্ত জানায়, ‘অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আমি সর্বদা নিয়োজিত রয়েছি। তাদের হাসি আমার আত্নতৃপ্তি।এলাকার উন্নয়নে আমরা দুই বন্ধু কাজ করে যাচ্ছি। একটি আধুনিক ইউনিয়ন গড়তে যা করনীয় তা করছি। আমার গ্রামকে নিয়ে স্বপ্ন দেখি। এলাকার চিত্র বদলাতে জনগণের সমর্থন ও মমামত কামনা করছি।’

কালীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান জানান, ‘আমার তাদের কার্যক্রম খুবই ভালো লাগছে। তারা সমাজের জন্য যা করছে এতে অবশ্যই প্রশংসনীয়। আমি চাই তারা আগামীতে ভালো কিছু করুক।  এভাবেই গরীব-দুঃখী মানুষের পাশে নিজেকে নিয়োজিত রাখুক।’

ওমেন্স নিউজ ডেস্ক/