জিল্লুর রহমান প্রামানিকের কবিতা ‘বেওয়ারিশ রাতের স্বপ্ন’

জিল্লুর রহমান প্রামানিক

বেওয়ারিশ  রাতের স্বপ্ন

কাল সারারাত রাতের ‘পর রাত শুয়েছিলো
গন্ধে মাতাল ফুলের ’পর শুয়েছিলো সাপ
জোছনার রিক্ত শরীরে চপল জোনাকের
স্তনিত নিসাস
মধ্য  রাতের কাজল চোখ-দিঘির জলে নীল পদ্ম
তন্বী জলের নিতম্বে দোলে মৃগাক্ষী চন্দ্রালো
চর্লোমির রুপোলি শরীর-চিকমিক চিকন ভাঁজ
চিত্রার্পিত হয় রাতের আঁধার স্বপ্নভঙ্গের দু:খ-ক্লেশ
আর অবিন্যস্ত দু:স্বপ্নের গেরুয়া পান্ডুলিপি
জলের ভেতর রাতের একান্ত নিষিদ্ধ অন্তঃপুর
তারারা খুঁজে বিগত যৌবনের উম
চাঁদের উরজে কালো বেড়াল
দক্ষ শিল্পীর  মতো আঁকে মৈথুনের চিত্রকলা
পাহাড়ের মৃত্তিকাযৌবনের এবড়ো বুনো চুলে
উর্বশী, রম্ভা, মেনকা-চন্দ্রনে নগ্ন-নক্ষত্রের ছোঁয়া
ডিমের কুসুমের মতো জোছনার হলুদাভ শাড়ি
শিল্প হয়ে ওঠে রাতের নিঃসঙ্গ বুক
বেওয়ারিশ ঝিঁঝির বেদনার্ত রোদনের ভেতর
অতঃপর সোহাগি জোছনার নরম শরীরে
সমর্পিত রাত্রি-পলকশূন্য স্বপ্নঘোর
একটি নির্গৃহ রাতের দুর্জ্ঞেয় কৃষ্ণচোখে
জেগে ওঠে নুন মাখা শিশির ভেজা স্বপ্ন!

জিল্লুর রহমান প্রামানিক: কবি ও লেখক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪টি।

ওমেন্স নিউজ/