করোনায় মৃত্যু ৩৫ লাখ ছাড়াল, আক্রান্ত প্রায় ১৭ কোটি

করোনা মহামারী (ফাইল ফটো)

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি। এই রোগে মারা গেছেন ৩৫ লাখের বেশি মানুষ। বৃহস্পতিবার (২৭ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ৯১ হাজার ৩৬৮। করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ১২ হাজার ৪৮৭ জনে।

কোভিড-১৯ থেকে  সুস্থও হয়েছেন কোটি কোটি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এরই মধ্যে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৭৫৩ জন।

করোনা মহামারী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের দু’শ ২০টি দেশ ও অঞ্চলে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২০৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬ হাজার ১৭৯ জনের। দেশটিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৬৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের হিসেব অনুযায়ী, মারণভাইরাস করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে প্রায় এক মাস ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জন। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৯৫১ জন।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ১ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৪৪০ জন। মৃত্যু ৪ লাখ ৫৪ হাজার ৬২৩ জন এবং দেশটিতে মোট সুস্থতার সংখ্যা এক কোটি ৪৭ লাখ৩৩ হাজার ৯৮৭।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকে। ২০২০ সালের মার্চ নাগাদ বিশ্বের নানান দেশে মহামারী রূপে আঘাত হানে করোনা ভাইরাস। এরপরই বদলে যায় গোটা বিশ্বের পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রেক্ষাপট। কেরোনা ঠেকাতে এখনও বিশ্বের বহু দেশে লকডাউন চলছে, বন্ধ রয়েছে শিক্ষা ও নানা সামাজিক প্রতিষ্ঠান।

ওমেন্স নিউজ ডেস্ক/