সিডিএলএস’র উদ্যোগে পথচারী শিশু-কিশোরদের মাঝে মাস্ক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ রোধে তিন দিনব্যাপী মাস্ক বিতরণ ক্যাম্প উদ্বোধন করেন টিএমএসএস-এর উপদেষ্টা মোঃ আনোয়রুল ইসলাম

সিডিএলএস বগুড়ার উদ্যোগে শিশু-কিশোরদের করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ক্যাম্প থেকে আজ মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায়, শহরের এসপি ব্রিজ সংলগ্ন বৌ বাজার সগড়কে পথচারী শিশু-কিশোরদের মাঝে একাধিকবার ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক বিতরণ করা হয়।

টিএমএসএস বগুড়ার সহায়তায় এবং বগুড়া জেলার স্থানীয় এনজিও সমন্বয় কমিটির সহযোগিতায় তিনদিনব্যাপী মাস্ক বিতরণ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি টিএমএসএস-এর উপদেষ্টা মোঃ আনোয়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার স্থানীয় এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক ও পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি), বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ আবু হাসানাত সাঈদ।

মাস্ক বিতরণ ক্যাম্পে থেকে উদ্বোধনী দিনে পথচারী শিশু-কিশোরদের পাশাপাশি প্রতিবন্ধী, শ্রমজীবী ও দুস্থব্যক্তিদের মাঝে তিনশ’ মাস্ক বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনা করেন সিডিএলএস’র নির্বাহী পরিচালক আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন সিডিএলএস-এর সমন্বয়কারী জিললুর রহমান শামীম, সিডিএলএস যুব ফোরাম সমন্বয়ক জাকি-উল হক জীবন এবং সদস্যদের মধ্যে এসএম আসাদ, তাসনিয়া ইসলাম, মালিহা ইসলাম ও শামসুন নাহার সারা।

ওমেন্স নিউজ ডেস্ক/