কালি ও কলম পুরস্কার পাচ্ছেন ৪ তরুণ লেখক

আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ পাচ্ছেন চার তরুণ লেখক। তারা পুরস্কার পাচ্ছেন শিশু-কিশোর সাহিত্য, কথাসাহিত‍্য, প্রবন্ধ ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা সাহিত্যের জন্য।

শুক্রবার (১১ জুন) বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেজওয়ানুল কামাল চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য শাখায় ‘১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের জন্য ইজাজ আহমেদ মিলন, কথাসাহিত্যে ‘তিমিরযাত্রা’ গ্রন্থের জন্য মোজাফফর হোসেন, গবেষণায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য মাসুদ পারভেজ ও শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ গ্রন্থের জন্য রণজিৎ সরকার এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

তবে এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জমা না পড়ায় কোনও কবি এ পুরস্কার পাচ্ছেন না; কেবল সাহিত্যের এই চার বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামী ১৮ জুন সন্ধ্যা ৭টায় এক অনলাইন অনুষ্ঠানে সাহিত্যের চারটি শাখায় আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি লেখক পুরস্কার ২০২০ দেওয়া হবে। বিজয়ী লেখকদের প্রত্যেকে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পাবেন।

এবারের আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন  কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার। আয়োজনে আরও বক্তব্য রাখবেন কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের। অনলাইন আয়োজনে সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন।

দেশের তরুণ লেখকদের সাহিত্যচর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার' প্রদান করা হচ্ছে। পাঁচটি ক্ষেত্রে এ পর্যন্ত এ পুরস্কার পেয়েছেন ৪৩ জন কবি ও লেখক।

ওমেন্স নিউজ ডেস্ক/