বায়েজিদ হোসেনের কবিতা ‘মহাজীবনের জন্য ভালোবাসা’

বায়েজিদ হোসেন

  মহাজীবনের জন্য ভালোবাসা

    আমরা বরং ওক আর সাইপ্রাস গাছের মতো
    দুরুত্ব বজায় রেখে বেড়ে উঠি
    কারণ তারা উভয়েই সুবিশাল
    তবে, একে অন্যের ছায়ায়
    বেড়ে উঠতে পারে না ৷
    আমরা যেন সমুদ্র জলের মতো লবণাক্ত না হই ৷
    একে অন্যের সাথে মিশে না গিয়ে
    দুটি ভিন্ন স্বত্বা নিয়ে লবন আর জল হয়ে
    খাবারকে সুস্বাদু করি আর
    বেঁচে থাকার জন্য আবশ্যিক হয়ে উঠি ৷
    এসো আমরা হৃদয় বিনিময় করি
    কিন্তু নিজেদেরকে সঁপে না দিই ৷
    কারণ এই ক্ষুদ্র জীবনের কি সাধ্য আছে
    হৃদয়কে ধারণ করা ?
    হৃদয়কে মহাজীবনের ধন জ্ঞান করি ৷

    আমাদের ভালোবাসা হোক বীণার তারের মত
    যারা প্রত্যেকে স্বতন্ত্র
    অথচ একই সুর উপহার দেয় ৷
    আমরা বরং মন্দিরের স্তম্ভগুলোর মত
    দূরত্ব বজায় রেখে
    ধ্বংস প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত ভালোবাসি ৷

    আমাদের ভালোবাসা গচ্ছিত থাক মহাজীবনের জন্য ৷

(কfহলিল জিবরানের ‘বিবাহ’ কবিতা থেকে অনুপ্রাণিত )

কবি পরিচিতি: বায়েজিদ হোসেন একজন তরুণ লেখক। জন্ম ঝিনাইদহ জেলায় হলেও বর্তমানে বসবাস করছেন গাজীপুরে। খুব অল্প বয়স থেকেই তার কবিতা লেখায় হাতেখড়ি। বিভিন্ন জাতীয় ও অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। কেবল কবিতা নয়, লিখছেন গল্প, উপন্যাসও। তার একাধিক কবিতাগ্রন্থ, উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে ৷ তিনি তার লেখার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন ৷

ওমেন্স নিউজ ডেস্ক/