করোনায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ১০৮ জন

করোনাভাইরাস প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ১১২ জন মারা গিয়েছিল। দেশে এটিই ছিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে  ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ১০৮ জন। ফলে এ রোগে এ পর্যন্ত মারা গেছে মোট ১৩ হাজার ৯৭৬ জন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন।

ওমেন্স নিউজ ডেস্ক/