আফরোজা অদিতির তিনটি বৃষ্টির কবিতা

আফরোজা অদিতি

মেঘের ফাঁকে  

মেঘ ভাসে ওই আকাশে চাঁদ নেই মেঘের ফাঁকে
জোছনা ছাড়া বলো কেমনে যাবো তোমার কাছে

নিলে না তোমার সাথে সময় যায় তোমায় ডেকে
একলা জাগার সাথি রইলে কোথায় আমায় রেখে

গিরিকুমারী নই তো আমি রয়েছি যে মানবপুরে       
দেখছি ছবি লিখছি নাম যা রেখেছি জীবন জুড়ে

আর কাছে তুমি নাই বলে উদাস আমি বসে বসে
তোমার ছবি দেখছি ঐ মেঘের ফাঁকে দূরের নভে  

হৃদয় কোণে তোমার নাম লিখছি যে নানান ঢঙে
এসেছ কাছে সাজ হবে যে ইন্দ্রধনুর সাতটি রঙে !      

ঝুম বৃষ্টিতে শঙ্খচিল

ডাকছে মেঘ, বৃষ্টি হচ্ছে, ভেসে যাচ্ছে দশদিগন্ত।

বৃষ্টি এলে খুব ভিজতে ইচ্ছা করে শঙ্খচিলের। রেন-কোটের
ভেতর নিজেকে রেখে ঝুম বৃষ্টিতে হাঁটার অনুরণন আলাদা!

ঝুমবৃষ্টির এক সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাঁটু-জলে হেঁটে
হেঁটে মনটা শ্রাবণধারায় ভরে গিয়েছিল শঙ্খচিলের।

খুব চিন্তা করছিল আকাশ! তবুও হেঁটেছে, হেঁটেছে। শঙ্খচিল জানে-
অনেক কাজ আছে যা সব সময়ের জন্য নয়!
আবার পাওয়াও যায় না সবসময়।

এক সৃষ্টিছাড়া মানুষের সবকিছুই আলাদা তা যেমন জানে আকাশ
তেমনি জানে শঙ্খচিল।

বন্ধু আইসো ফিরিয়া

এই পরাণে পরাণ দিয়া রাইখা ছিলা হিয়ায় হিয়া
উড়াল পঙ্খি তুমি প্রিয়া চইলা গ্যালা ভাইঙা হিয়া
বন্ধু আইসো ফিরিয়া

ঝরঝরানি মেঘলা রাতি তুমিই ছিলা জাগার সাথি
হাতের ওপর হাত রাখিয়া শুনতা কথা মন মুনিয়া
সেসব কথা ভুইলা প্রিয়া চইলা গ্যালা ভাইঙা হিয়া

বাদলা দিনের সকল কথা মনে বাজায় সুখের ব্যথা
নোনাজলের সেই সোহাগস্মৃতি ঝরায় আমার চোখে
বন্ধু আমার উড়াল হিয়া আছি তোমার পথ চাহিয়া
তুমি আইসো ফিরিয়া।

আফরোজা অদিতি: কবি, লেখক ও প্রাবন্ধিক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৫টি। পেয়েছেন একাধিক পুরস্কার যার মধ্যে নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কবি কামিনী রায় সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার, জাতীয় সাহিত্য পরিষদ, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র ও বাংলাদেশ নারী লেখক সোসাইটির পুরস্কার উল্লেখযোগ্য।

ওমেন্স নিউজ ডেস্ক/