সুরাইয়া চৌধুরী কবিতা ‘ঝিমঝিম বর্ষা বাদল’

সুরাইয়া চৌধুরী

ঝিমঝিম বর্ষা বাদল

অপার্থিব ছন্দ  তালে
আমার টিনের চালে
আষাঢ় শ্রাবণ  জুড়ে
রিমঝিম বর্ষা বাদল।

এলোমেলো খোলা  চুল
আকাশ দোদুল  দুল
বিজলি ঝিলিক  খেলে
দ্রিম দ্রিম মেঘের মাদল।

দূর বনে বাঁশঝাড়
নুয়ে পরে মাথা তার
মাটির সুবাস নিয়ে
ফুরফুর উড়ায় আঁচল।

বাদাবনে কাদা জল
কল কল ছল ছল
ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ
মেঘ যেন গাইছে গজল।

কবি পরিচিতি: সুরাইয়া চৌধুরী কবিতা লিখছেন ষাটের দশক থেকে।  ইতিমধ্যে তার পাঁচটি  কাব্যগ্রন্থ ও দুটি শিশুতোষ  ছড়ার বই প্রকাশিত  হয়েছে। এবারের একুশে গ্রন্থমেলাতেও তার রক্ত ফুল,  শিলায় জ্বলবে আলো এবং প্রত্ন নগরে যাব শিরোনামে ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পেশাজীবনে তিনি একজন শিক্ষক। শিক্ষকতা করেছেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ দেশের শীর্ষ স্থানীয়েএকাধিক স্কুলে। বর্তমানে অবসর জীবনে লেখালেখি নিয়েই ব্যস্ত আছেন।

ওমেন্স নিউজ সাহিত্য/