বিচিত্র কুমারের দুটি কবিতা

বিচিত্র কুমার

মায়া সভ্যতা

একটা সত্যিকারের ভালোবাসার জন্যে আমি
হাজার কোটি বছর ধরে রঙিন পথে হেঁটেছি,
সেই তাজমহল থেকে মিশরের পিরামিড চূড়া
কিম্বা হিমালয় থেকে আল্পাস চূড়া।
কোথাও খুঁজে পাইনি একটু সত্যিকারের মমতা
পুরো পৃথিবীটা শুধু একটা মায়া সভ্যতা।

প্রেমসাগরে হাবুডুবু

এসেছে আষাঢ় ও শ্রাবণ বইছে উরুউরু বাতাস
রংধনুর রঙে ছেয়ে গেছে প্রেমিকের রঙিন আকাশ,
এদিকে প্রেমিকা প্রতীক্ষার প্রহর গুণছে একটি বছর ধরে
কদম ফুলের পসরা সাজিয়েছে তার নীড়ে।

অসংখ্য সবুজ পাতার ফাঁকে তার ডাগর দুটি আখিঁতে
সে যেন সেজে রয়েছে সাদাপাড় হলুদ বর্ণ শাড়িতে,
তার শুধু ইচ্ছে করে আকাশের বুকে উড়তে ডানা মেলে
প্রজাপতির মতো ফুরফুর করে হেসে খেলে।

যেখানে পাতি হাঁসেরা প্রেমসাগরে হাবুডুবু খায়
ভেসেভেসে সাঁতার কাটে রঙের মেলায়,
ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়ে মন করে হায় ব্যাকুল!
ডোবার জলে ব্যাঙেরা হেসে না পায় কূল।

লিচু বনের আড়ালে কেউ আবার চিঠি লেখে
রংধনুর সব রঙ তার সমগ্র শরীরে মেখে,
জুঁই কেয়া মালতীলতা হাসে হিজল বনে
ময়ূর মযূরীরা নৃত্য করে বর্ষার দিনে।

কবি পরিচিতিঃ বিচিত্র কুমার ১৯৯১ সালের ১৫ ডিসেম্বর,বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন খিহালী পশ্চিম পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম বিপুল চন্দ্র কবিরাজ এবং মা অদিতী রানী কবিরাজ। তিনি দীর্ঘদিন ধরে কাব্যচর্চা করছেন। ২০১৫ সালে তার একক কাব্যগ্রন্থ ‘আমাদের দেশ’ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫টি। তার লেখা ভারত, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুরসহ দেশ-বিদেশের বিভিন্ন পত্র- পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

ওমেন্স নিউজ ডেস্ক/