আব্দুল খালেকের কবিতা ‘এইতো জীবন’

কবি আব্দুল খালেক

এইতো জীবন

প্রচণ্ড উত্তাপ শুষে নিয়ে তুমি মেঘলা হও,
ঘনকালোতে সাজে তোমার চওড়া ললাট।
চক্চকে চোখ দু'টির ছাদে দুরন্ত মেঘে মেঘে
ঘর্ষণে ঠিকরে পড়ে যতো জঞ্জাল, রন্ধ্রে রন্ধ্রে
টাইফুন-সাইক্লোন হিস্ হিস্ শব্দ তুলে ভয়াল করে চারপাশ,
ঢেউয়ের পর ঢেউ খেলানো বুকে দুলে ওঠে বঙ্গোপসাগরের উত্তাল জলোচ্ছ্বাস।
সর্পিল কোমড় দোলায় দুলে ওঠে-
মেঘনার উতাল-পাথাল ঘূর্ণি, তোমার কোমল জমিন ফুঁড়ে
উঠে আসে শতাব্দির নিষ্ঠুরতা।

বিরান মালভূমি, নিস্তব্ধ সুনসান! কেবল বুকের
মাঝে আকঁড়ে ধরবার হাহাকার জাগে, জাগে
ফের অনাবাদি জমিতে চাষাবাদের উন্মাদনা।

আব্দুল খালেক: কবি ও লিটল ম্যাগের সম্পাদক। প্রকাশিত কাব্যগন্থ চারটি।

ওমেন্স নিউজ/