ফরিদা ইয়াসমিনের কবিতা ‘নিঃসঙ্গ অনুভবের সিঁড়ি’

ফরিদা ইয়াসমিন

নিঃসঙ্গ অনুভবের সিঁড়ি

হৃদয় খুঁড়ে খুঁড়ে এঁকেছিলাম
শুধু একটি ছবি;
না, আমার মোটেই ইচ্ছে ছিল না
হতে চাইনি কবি!

ঝরা রক্তেই ফুটেছিল সেদিন
রক্তজবা ফুল;
বিষকাঁটায় ক্ষতবিক্ষত এ হৃদয়–
হয়েছিল কিছু ভুল!

ভুলে ভুলেই যেন হয়েছিল শুরু
জীবনের এই গল্প;
ফেরার পথ ছিল না মোটেই মসৃণ
ছিল না যে বিকল্প!

জীবনের ছায়াপথে কৃষ্ণগহ্বরে
শূন্য দৃষ্টির তীরে
জোনাকির আলোয় খুঁজে মরি
কী যেন কী, হায়—
হাজার স্মৃতির ভীড়ে!

ভুল করেই ভুলে যেতে চাই
এসো না ফিরে
নিঃসঙ্গ অনুভবের সিঁড়ি বেয়ে
নির্জন এই নীড়ে!

ফরিদা ইয়াসমিন: তিনি মূলত একজন কবি। তবে কবিতা ছাড়াও নিয়মিত নানা ধরনের গদ্য লিখে থাকেন। তার যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা চার। এবারের বইমেলায় তার আরও একটা যৌথ কাব্যগ্রন্থ বের হওয়ার কথা রয়েছে।

ওমেন্স নিউজ সাহিত্য/

লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন