হোমায়রা খাতুনের কবিতা ‘সূর্যসন্তান শেখ মুজিবর রহমান’

হোমায়রা খাতুন

সূর্যসন্তান শেখ মুজিবর রহমান

আহ্ কি মধুময় সূর্যোদয়,
প্রতিটি প্রাণের অস্তিত্বে সুগভীর সুনিবিড় ঝকঝকে মিষ্টি  সকাল,স্বচ্ছধ্যানে-জ্ঞানে
বাঙ্গালির বেঁচে থাকা যেন
নয়নোভিরাম মায়াবি বাগান,
এ সবই তোমার জন্যেই হে নেতা,
তুমিই বিশ্বাসী নিঃশ্বাস প্রতিক্ষণ
এ বাংলার, তুমি চিরভাস্মর,
আনন্দঘন সেই প্রাণন তুমি  ;
তুমি শেখ মুজিব,
তুমি যে এ বাংলার জনকবংশ …

সবার হৃদয়ে পদ্মাসন তোমার,
রুপালি সোনালি নদীতট
বাংলার রূপ তুমি, সোনালি ধান,
নদী কুল কুল, জোস্নাপ্লাবিত রাত,
তুমিই আমার অহংকারী
বাংলা নাম, তুমি এককন্ঠে
বজ্রকন্ঠ বাজে গানে,
এক দেশ এক প্রাণ,
শেখ মুজিবর রহমান…

সাতচল্লিশ তব একাত্তর মিশেছে
শতখণ্ডিক এককন্ঠে বজ্রধর,
পাকি জেলজুলুম আর মিথ্যে
মামলায় নিভেনি,বন্দি বন্দনা বেদনায় দমেনি কখনোই তাঁর তেজ্যদীপ্ত প্রতিজ্ঞা,পরাধিনা মাতৃকার মুক্তি ঘিরে স্বপ্ন তাঁর উজ্জ্বল,পিতার ধমনীতে জ্বলেছে নিরন্তর শতাধিক  অন্যায়, উপড়ে দিতে শত্রুদল, লড়াকু লড়াই, মুক্তিসেনার;
সাহসী জনক সকল প্রাণে,
জয় হোক শত্রুজয় সুনিশ্চয়,
দেশধন্য পিতা তুমি শেখ মুজিব,,

মুক্তি সেনানীর তুমড়ি ধেয়ে
মুক্তির পতাকা উড়লো বাংলার
আকাশে, বাঙ্গালীর স্বপ্নে লালিত মুকট, তাইতো কেবল তুমি আমার
বিজয় তিলক, স্বাধীন আকাশে
উড়ছে নিশান সেইতো,
সে যে মৃত্যুন্জয়ী শেখ মুজিব, এ্যই তো, হৃদয় পাজরে নিয়েছ যে ঠাই, তুমিই তো:

বীরের যে মৃত্যু নাই; পতাকা, মৃত্তিকাগর্ভ আর জনগণমনে থাকবে
জেগে যুগযুগান্তর, নিশ্চয়ই…।

ওমেন্স নিউজ সাহিত্য/