তাজ ইসলামের কবিতা ‘নারী আমাদের বাড়ি’

তাজ ইসলাম

নারী আমাদের বাড়ি

নারী
আমাদের বাড়ি
তার ভিতর একটা নিরাপদ ঘর
আমার ভ্রূণ জীবন,স্বস্তির ঘুম।
ক্লান্তিহীন ঘুমিয়েছি মায়ের গর্ভ শয্যায়।

নারী
পৃথিবীর প্রথম ভ্রমন পথ
পাখির ডাক শুনতে
ভোরের আলো দেখতে
গর্ভপথে হেঁটে চলে এসেছি
পৃথিবীর কোলাহল প্রান্তরে।

মা রক্তাক্ত কাতর দৃষ্টিতে
তাকিয়ে আছেন আমাদের
চলার পথে।

নারী আমাদের বাড়ি
আমাদের ঘর
আমাদের অন্তর।

কোকিল কন্ঠে চঞ্চল পায়ে
বুকের কাছে আসতে থাকে
একটা অসহায় কন্ঠস্বর
আমরা বোন বলে তাকে
বুকের সিন্দুকে যতনে
জমা রেখে দিই অনন্তকাল।

নারী
আমাদের বাড়ি
আমাদের  প্রশান্তি।
আঁচলে বিছানার ধুলো তাড়ায়
মনের সমস্ত পবিত্রতায়
ফুলে ফুলে সাজায় শয্যা
তার পবিত্র পরশে নামে
বেহেশতের সব ঘুম চোখে।

ভালোবেসে বানিয়ে অঙ্গুরি
আঙুলে আঙুলে নিয়ে ঘুরি
স্ত্রীদের চাঁদ ঠোঁটে রোপি
অজস্র প্রেমের চুমো।

একদিন সোনালী ফসলে
পুত্রকন্যা নামে ভরে
আমাদের সংসার গোলা।

নারী আমাদের বাড়ি
নারী আমাদের ঘর

আমরা জেগে আছি
আমাদের জানা আছে
মানুষের সমাজে কিছু
বানর ও কুকুরও বাস করে।

ঈশা খাঁর তলোয়ার হাতে
আমরা তাই দাঁড়িয়ে আছি
আমাদের নারীদের পবিত্র পাহারায়।

কবি পরিচিতি: তাজ ইসলাম কবি, ছড়াকার ও সাহিত্য  সমালোচক।  জন্ম ১৯৭৮ সালের  ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে। নব্বই দশকের গোড়ার দিক থেকেই তিনি নিয়মিত কবিতা ও ছড়া লিখছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য ছড়াগ্রন্থের নাম ‘বিসমিল্লাহতে গলদ নাই’। কবিতার জন্য ইতিমধ্যে পেয়েছেন বাসাসপ সম্মাননা এবং ইয়ুথ ডেপলাপমেন্ট ফোরাম সাহিত্য পুরস্কার। পেশা জীবনে তিনি একজন চিকিৎসক।

ওমেন্স নিউজ ডেস্ক/