হোমায়রা হুমার কবিতা ‘বজ্রনিনাদ শরৎশশী’

হোমায়রা খাতুন

বজ্রনিনাদ শরৎশশী
(আফগান বিদ্রোহী কন্যাদের উৎসর্গিত)

বাধা দিলেই বাঁধবে লড়াই,
স্বাধীনতার স্বীকৃত উত্তরীয় উড়িয়ে
পশ্চিম সীমানায়, হামলে পড়েছে
কুক্ষিগত মুখোশ, সভ্যতার নিকোনো উঠোন আজ বারুদখানা ;  

নারী তো পায়ে মাড়িয়ে চলা কোনো খড়খড়ে এটেল মাটি নয় যে গুঁড়িয়ে দিবে তার নিজস্ব সংস্কার অহংকার দেবালয়;
হে কন্যা, প্রতিবাদের ভাষা যদি হয় হুকুমের এক্কা,
ঘোমটার বদলে ঝলমলে রঙ্গিন রসালো গহনা আর টপস লাহেঙ্গা প্রতিবাদে কম্পমান,
ওই তো দাউ দাউ জ্বলছে তীব্র স্ফুলিঙ্গ শ্লোগান তরুণীর, 'কালো নিকাবে জড়ানো কেন হবে মুক্ত জীবন, পোশাকে হাত দিও না আমার' ;

মৌলবাদী বেয়নেটে বারুদের গন্ধ, বুটের চাপায় শিশুর প্রাপ্তি ও সমতা জবরদখল করেছে স্বৈরাচার, জোব্বাসর্বস্ব :
কি সাহস তার!
সাহসিনী যুদ্ধংদেহী তুমি ,পাখির ডানায় ওড়ালে প্রবল ইচ্ছেটি; স্বাধীন চলার বার্তাটুকু উড়িয়ে দিলে ঘুড়ির ডানায়; দেখুক, ইথারে উঠুক কম্পনঝড়, বুঝিয়ে দিয়েছ ঠিক, কালো নেকাবে মোড়ানো লুকোনো জড়বৎ ইটপাথর নয় তোমার চিত্তমনন, কন্যা, জায়া, জননী ;  

প্যাজাবাতাসে কাশফুলের নরম ছোঁয়ার সৌন্দর্যময় চাহনি তোমার, রক্ততিলক বিষক্রিয়া তোমাকে ভীত করতে পারেনি তো; শরৎশশী, আবক্ষলম্বিত স্টাইলিশ,
প্রতিজ্ঞা দৃশ্যমান, বন্দিকারার ঐ লৌহ কপাট ভাঙবে,
রঙিন পতাকা ওড়াবে মুক্তিলাভের ঝড়োমেঘ তোমাদের নীলিমায়,
প্রতিজ্ঞাত ঘুড়ি নিশ্চয়ই…

হোমায়রা হুমা: কবি, লেখক ও মানবাধিকার কর্মী।

ওমেন্স নিউজ সাহিত্য/