হোমায়রা হুমার কবিতা ‘ক্ষমা কি পাব’

হোমায়রা খাতুন

ক্ষমা কি পাব
(বুয়েটে নৃশংসভাবে নিহত আবরারকে উৎসর্গকৃত)

ক্রন্দসী ক্রন্দিত পিতা…
ঘৃণা করুন, ক্ষমা করুন সশস্ত্র সময়ের কাছে নতজানু এক অক্ষম পুরুষ,
কলিজার টুকরোকে অশ্রুতে ধুয়ে রেখে এসেছেন, অন্ধকার ঘর নরম মাটির বুকে..

নষ্ট দূর্গন্ধ কীটদষ্ট
পতিতদের প্রতিহিংসার হাতে,
ভবিতব্য প্রতিভাধর,পাজর গুড়িয়ে বুকেরধন মায়ের ছেলেটি, আজ
সন্দেহভঞ্জন হারজিৎ খেলায় পড়ার টেবিলে বইয়েরস্তুপ রেখে কোথায় গেছে গো হারিয়ে!
তার তারকাদেখা দূরবীন ঐ দেখো
জানালার পাশে উর্ধ্বমুখী ঠায় দাঁড়িয়ে কার অপেক্ষায়;
ফানুস ওড়াবে কে আর বলো;
তরুণরবির পুষ্ট ত্বকে, লাঠির আঘাতে এ কেমন মানচিত্র এঁকেছে,একচোখা নিষ্ঠুর  বন্ধুরুপী মানবসন্তান(?)ওরা কারা;

ঘৃণা করুন বাবা ক্ষমা করুন, মুখোশধারী মিথ্ আর কালোটা সাপের বিষে,
যারা রাজনীতির পূতাগ্নি বিবেক গলিয়ে ঘৃণার ভাগারে, নিশ্চিন্তে
জ্বলজ্বলে প্রজন্ম দিচ্ছে ঐ ঠেলে তাদের, পাপিষ্ঠ আমাদেরই তাবেদার নষ্ট সংস্কৃতির পদতলে…

 হোমায়রা হুমা: কবি, লেখক ও মানবাধিকার কর্মী।

ওমেন্স নিউজ সাহিত্য/