কাজী দিলরুবা রহমানের কবিতা ‘কৃষ্ণমেঘ’

কাজী দিলরুবা রহমান

কৃষ্ণমেঘ

একদিন আকাশ ছেয়েছিল
ঘন কালো মেঘে
মেঘে মেঘে ঘর্ষণে জ্বলেছিল আলো
শুনেছিল কেউ কেউ
বজ্র নিনাদ
তারপর আকাশের রং দিল পাল্টে
উদাসী বাতাস,
হাওয়ায় উড়ে যায় কৃষ্ণমেঘ।
নিশ্চিত বৃষ্টির প্রতিক্ষারত
নর-নারী দু-এক ফোঁটা
বৃষ্টির জল নিয়ে
ফিরে যায় নিজ নিজ ভুবনে,
মূষলধারায় নামেনি বৃষ্টি সেদিন
খাল,বিল পুকুর করেনি থৈ থৈ
হাঁস-হাঁসিনী সাঁতার কাটেনি জলে
তবে সেদিন থেকে বহমান আছে
শুণ্যে ভাসা এক বাতাসের নদী,
মৃদু বহমান প্রশান্তির
সেই বাতাসের নদী
হয়ে উঠে ভয়ংকর যখন দেখে
ঢুকেছে সমাজ রন্ধ্রে
ঘুণ পোকারা
বাতাস করছে দূষিত
ধূলি কণারা,
মৃতদেহের পচনের গন্ধ
বাতাসে মিশে
ছড়ায় রোগ
বাতাসকেই ভর করে,
হাওয়া তখন হয়ে উঠে
উম্মাদিনী,
ডেকে আনে বৃষ্টিকে
ধূয়ে দিতে জঞ্জাল যত
এখনও মেঘ জমে, বৃষ্টি নামে,
বাতাস বয়ে যায় অবিরল ঝর্নার মতো।

ওমেন্স নিউজ সাহিত্য/