নূরহাসনা লতিফের কবিতা ‘শীত এসেছে’

নূরহাসনা লতিফ

                    শীত এসেছে
       
            শীত এলেই আমরা খুশি হই
            গরমের  জ্বালা যন্ত্রণা কই
             শীত এনে দেয় সুখের আনার
              আর আনে সব  মজার খাবার
             শীতের রোদ কতনা মজা
              সকাল্তো মিষ্টি মধুর গজা।
             শীতের হাওয়া লাগেনা ভালো
              তবুও কোথাও নেইযে কালো।
               ধনী মানুষদের অনেক সুখ
                কারণ থাকেনা গরমের দুঃখ
               কষ্ট তাদের যারা  ঘরের বাইরে
                   হিম বাতাস তাদেরকেই ধরে।
                খড় কুটোয় আগুন জ্বালিয়ে
                  শীতের ঠাণ্ডা দেয় তাড়িয়ে।
                  ঠাণ্ডায় পায় প্রচুর কষ্ট
                কখনো  জীবনটাই হয় নষ্ট।

ওমেন্স নিউজ সাহিত্য/