সাজিয়া আফরিনের কবিতা ‘স্বার্থের দুনিয়ায়’

সাজিয়া আফরিন

স্বার্থের দুনিয়ায়

টাকার চলে লীলা খেলা
এই ধরণীর মাঝে,
তেলের মাথায় তেল ঢেলে যে
ব্যস্ত আপন কাজে।

নিজের ভালো বুঝে সবাই
স্বার্থ দেখে আগে,
কে'বা খেলো কে'বা পেলো
নাহি বুঝে ভাগে।

গরীব মরে অনাহারে
চোখে নাহি দেখে,
ধনীর কষ্টে সান্ত্বনা দেয়
বুকে আগলে রেখে।

তিল থেকে তাল করতে তারা
সুযোগ সদা খুঁজে,
স্বার্থ বিনে পরের ভালো
করতে নাহি বুঝে।

মানবতায় ঘুণ ধরেছে
আদর্শ নেই বলে,
মনুষত্বের অবক্ষয়ে
নিজের মতো চলে।

চোখ থাকিতে অন্ধ সাজে
বিবেক কি'গো আছে,
ভালোবাসায় মানবতা
জেগে উঠুক পাছে।

কবি পরিচিতি: সাজিয়া আফরিন ১৯৮৫ সালের ১০ অক্টোবর গাজীপুর জেলার মারতা গ্রামে জন্মগ্রহণ করেন। টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর থেকে ইংরেজি বিভাগে বি  অনার্স ও মাস্টার্স ডিগ্রি গ্রহণের পর দীর্ঘদিন একটি স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। এ পর্যন্ত তার যৌথভাবে ৩০টি কবিতার বই প্রকাশ পেয়েছে। ‘বড় আশা করে আছি গো’তার সম্পাদিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ।

ওমেন্স নিউজ ডেস্ক/