কলকাতায় চালু হচ্ছে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র

ভারতের কলকাতায় বড় পরিসরে নতুন করে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। ভিসা কেন্দ্রটি কলকাতার সল্টলেকের ভি-এ সেক্টরে ১৩ হাজার বর্গফুট আয়তনের। দেশটিতে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি কেন্দ্রটি ঘুরে এসেছেন।

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বে বাংলাদেশের ৭৫টি দূতাবাসের মধ্যে যেখানে যেখানে সেবাগ্রহীতাদের চাপ আছে, সেখানে দূতাবাস থেকে সরিয়ে পৃথক ভিসা সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে।’

বিবৃতিতে জানানো হয়, এই পরিকল্পনার অংশ হিসেবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে পৃথক ভিসা সেন্টার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বড় পরিসরের ভিসা আবেদন কেন্দ্রে সেবার পরিধি ও মানোন্নয়নের পাশাপাশি নতুন করে ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জিএসটিসহ ৮২৬ ভারতীয় রুপি নির্ধারণ করে দেওয়া হবে।

ওমেন্স নিউজ ডেস্ক/