আক্তারুজ্জামান মিন্টুর কবিতা ‘বিজয় তুমি’

আক্তারুজ্জামান মিন্টু

বিজয় তুমি

বিজয় তুমি সৃষ্টি সুখে উল্লাসিত মুক্ত প্রাণে  বদন রাঙা প্রথম হাসি  
বিজয় তুমি নীল আকাশে লাল-সবুজে কেতন ওড়া স্বাধীনভূমি বাংলাদেশ
বিজয় তুমি চারণমাঠে শিশির ভেজা  সিমের লতা-মটরশুটি পল্লীবধূ নক্সীকাঁথা
বিজয় তুমি মানচিত্রে ত্রিশ লক্ষ আত্মত্যাগী রক্ত রাঙা শহীদ প্রাণ বিরহগাঁথা।

বিজয় তুমি লৌহ পুরুষ লড়াকু প্রাণ স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান
বিজয় তুমি সাতি মার্চে রেসকোর্সে সাড়ে সাত কোটি বাঙালির কাব্যকথা মুক্তিগান
বিজয় তুমি কবি গুরুর স্বপন আঁকা সোনার তরী নোবেল স্মৃতি গীতাঞ্জলি
বিজয় তুমি সুঠাম দেহী দ্রোহী মানব জাতীয় কবি নজরুলের রণচিত্র অগ্নিবীণা।

বিজয় তুমি বোশেখ দিনে লালচে পাড়ে সাদা শাড়ির অষ্টাদশী, আঁচল ছোঁয়া হলুদ গাঁদা ফুলের মালা
বিজয় তুমি প্রিয়তমার রূপার পায়ে নিক্বণ সুর কৃষ্ণচূড়া ঠোঁটের হাসি কালো কেশের খোঁপায় গোঁজা রক্তজবা
বিজয় তুমি মরমী গান লালনগীতি হাছন রাজা উদাস পথে বাউল হাতে একতারাটা
বিজয় তুমি শত জনমে দগ্ধ বুকে মায়ের আশা রণাঙ্গনে ভাই হারানো অশ্রু ভাষা।

বিজয় তুমি বর্ণহীনা স্বগোত্রীয়, ধর্ম ভেদে একক জাতি বীর বাঙালি  বসুন্ধরা
বিজয় তুমি আপন মনে পথ হারানো ঢেউ খেলানো মেঘনা নদী স্রোতস্বিনি বুড়িগঙ্গা
 পদ্মার সুর সাওতালিদের পাহাড়ি গান দোয়েল ফিঙে ঝরনাধরা
বিজয় তুমি গর্বভরা সারা বিশ্বের অবাক করা একটি নাম  বাংলাদেশ।

আকতারুজ্জামান মিন্টু– কবি ও গল্পকার। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা তিনটি।

ওমেন্স নিউজ সাহিত্য/