আব্দুল খালেকের কবিতা ‘তুমিই বাংলাদেশ’

কবি আব্দুল খালেক

তুমিই বাংলাদেশ

এক বিষণ্ণ দুপুর ঐ দু’চোখে দেখেছি তোমার।
দুরন্ত শৈশব, বসন্তবেলা, খোলা হাওয়া, সবুজ
মাঠ, কাঁচা হলুদের সরষে ক্ষেত, ঢেউ খেলানো
নদীর জলে বাদামতোলা নৌকায় চড়ে বছরান্তে
নাইয়র, ভাটিয়ালী গান, বৌছি কিম্বা গোল্লাছুট,
নিঃসঙ্গ রাখালের মেঠো সুর, সোনাঝরা সন্ধ্যা-
সবকিছু এক মূহুর্তে ধূসরিত করেছে তোমাকে।

বিবর্ণ ছবি আঁকো, নক্শা কাটো বসে বসে মনে
মনে মনের অজান্তে কষ্টের নানান রঙের উঠানে;
সুখের সংসার, সন্তানের ভবিষ্যৎ, টুকরো টুকরো
স্মৃতিকথা ক্ষণে ক্ষণে ঢেউ দিয়ে যায় মেঘেঢাকা
তোমার আকাশ জুড়ে, মূর্ত হয়ে ওঠো অলোকে।

কত বার নতুন রূপে সমহিমায় আর্বিভূত হয়েছো,
সব কিছুকে ছাপিয়ে হয়ে উঠেছো মূর্তিমান। তবু
সীমাহীন দুঃস্বপ্ন উঁকি দেয় লুপ্ত কোঠরে তোমার;
বিহ্বল হও, উদাস হও, হও কখনো অবুঝ শিশু!    

তুমি আজ শুধু তুমি নও, তোমার সর্বোত্তম ত্যাগে
মহিমান্বিত আমরা- তুমি বীর, তুমি বীর বীরাঙ্গনা;
     তুমিই বাংলাদেশ।

আব্দুল খালেক: কবি ও লিটল ম্যাগের সম্পাদক। প্রকাশিত কাব্যগন্থ চারটি।

ওমেন্স নিউজ সাহিত্য/