রানা জামানের কবিতা ‘গর্জে উঠে স্টেনগান’

রানা জামান

গর্জে উঠে স্টেনগান

যন্ত্রণা নিদ্রার গলায় পরিয়ে রাখতো ফাঁস
চোখ মুদে নিলে পাপড়িতে লেগে যেতো দাবানল
মা-বোনের আর্তনাদে শুনে হৃদযন্ত্র হয়ে যেতে স্তব্ধ
আর মানুষের আহাজারি চোখে ধরাতো আগুন

আমার পায়ের গতি দেখে অশ্ব পেতো লজ্জা
মশা ক্লান্ত হয়ে যেতো রক্ত চুষে খেতে খেতে
সর্বদা শেয়াল ভড়কে গেছে আমার ক্ষিপ্রতা দেখে
ভুলে যাই আমি কিভাবে পলক ফেলে চোখ

শত্রু নিধনের ব্রত কমে নি কখনো একাত্তরে
পাক হানাদার আর ওদের দোসর জন্মশত্রু
ওদের ক্ষমার চিন্তা মনে আসে নি কখনো
সাত-ই মার্চের ভাষণ আমার অস্ত্র আমার চেতনা
তখনো এখনো সর্বকালে সর্বাবস্থায়

ঐ রাত্রিতে টের পাই নি কখন গুলি লাগে পায়ে
এক পায়ে ছুটে গেছি সামনে শুধু সামনে
দেশের শৃঙ্খল মুক্তির নিমিত্তে প্রাণ তুচ্ছাতিতুচ্ছ
ষোল ডিসেম্বর থেমে ছাড়ি বিজয়ের শ্বাস

প্রথম বিজয় দিবসে ক্রাচ পেয়ে আমি আনন্দিত
ক্রাচে ভর দিয়ে আজো হাঁটি পথে-প্রান্তরে
দেশও আমার সাথে ক্রাচে ভর দিয়ে হাঁটছে-
এ ভাবনা এলে গর্জে উঠে মনে রাখা স্টেনগান !

কবি পরিচিতি: রানা জামান একজন অভিজ্ঞ সাহিত্যিক। দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। গল্প, ছড়া,কবিতা, উপন্যাস  ও প্রবন্ধসহ সাহিত্যের নানা শাখায় তার সরব পদচারণা। দীর্ঘদিন ধরে নানা ধরনের লেখা লিখে চলেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯১টি। লেখকের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত সচিব হিসাবে অবসর নিয়েছেন।

ওমেন্স নিউজ সাহিত্য/