নূরুন্নাহার বেগমের কবিতা ‘দূরে অদূরে’

নূরুন্নাহার বেগম

দূরে অদূরে

কেউ কোনো লেখা পড়ি না
ছবির ভাষা যে যেমন বুঝি
বিড়বিড় করতে থাকি
ছবি দেখে আক্ষেপ ভালো মন্দ যেমন খুশি বলি
ছবি আমার কথা বোঝেনা
যে বোঝে না তাকে নিয়েই গল্প রচনা করি
যে রচনা কেউ পড়েনা
নেড়েচেড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলি
গলদঘর্ম ঝরিয়ে লেখা পড়ে থাকে লেখকের ডেস্কে
যাবতীয় ন্যায় অন্যায় মুখ বুজে দেখি লেখি না
মিহিন বাতাসে কল নড়ে আপনাআপনি
সালিশির ভাষা শুনিনা
আমি আমার মত করে দেখি আবহমানের সব
যে দিকে তাকাই লেখার ভাষা দূরে সরে
একসময় হারিয়ে যায় আপনাআপনি
কখনো কাছে এসে দূরে চলে যায়
কখনো অক্ষরগুলো স্তুপ হয়ে জমতে থাকে
কখনো নিপাট আঁধারে ক্লান্ত দীর্ঘ ছায়া
আবার আঁধারেই মিলিয়ে যায় ৷

নূরুন্নাহার বেগম: গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ থানায় নূরুন্নাহার বেগমের জন্ম ৷ বর্তমানে রংপুর শহরে বসবাস ৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ –  ৮০ সাল পর্যন্ত প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়ন করে বি,এস-সি( সম্মান ), এম,এস-সি ডিগ্রী অর্জন করেন৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি করেন ৷ অবসর জীবনে ছড়া, কবিতা, প্রবন্ধ ,ছোট গল্প লেখেন ৷ প্রকাশিত একক গ্রন্থ দুটি। তবে যৌথভাবে তেত্রিশটির বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে তার ৷

ওমেন্স নিউজ সাহিত্য/