মোঃ জুয়েলের কবিতা ‘বাংলা আমার’

মোঃ জুয়েল

বাংলা আমার

বাংলা ভাষায় কথা বলি
জন্ম থেকে বাংলায় চলি
বাংলা ভালোবাসি,
বাংলা ছড়া কাব্য বুনি
বাংলা মায়ের হাসি।

বাংলার তরে জীবন দিয়ে
রাষ্ট্রভাষা বাংলা নিয়ে
ফিরে রক্ত হাতে,
সবুজ শ্যামল সোনার ভূমি
অষ্টপ্রহর সাথে।

বাংলা আমার প্রেমের মালা
বাংলা আমার শান্তির ডালা
বাংলা নয়নতারা
মরবো আমি বাংলার তরে
চাইনা বাংলা ছাড়া।

পদ্মা মেঘনা চক্ষু আমার
আমার জন্ম শুধু তোমার
গান গেয়ে যাই দূরে
বঙ্গভূমি নিত্য ছবি
আমার গানের সুরে।

মায়ের মুখে খুশির হাসি
বকুল তলায় বাজায় বাঁশি
গাঁয়ের পথে মাঠে
আঁকাবাঁকা নদীর বাঁকে
নৌকা থামে ঘাটে।

কবি পরিচিতি: মোঃ জুয়েল একজন প্রবাসী কবি, থাকেন কাতারে।  তিনি ঢাকা সংলগ্ন নরসিংদীর মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের বাসিন্দা। সাহিত্যানুরাগী জুয়েল নিয়মিত কবিতা লেখেন।

ওমেন্স নিউজ সাহিত্য/