করোনায় দেশে চার মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

প্রতীকী ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ৩৪ জন মানুষ মারা গেছেন। এর আগে সর্বশেষ ৩১ জন মারা গিয়েছিলেন সেপ্টেম্বর মাসের ২৪ তারিখে।

বাংলাদেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে ২০২১ সালে সংক্রমণ ও মৃত্যু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল, এবং একদিনে সর্বোচ্চ ২৬৪ জন মানুষ মারা গিয়েছিলেন ১০ অগাস্ট। এরপর ধীরে ধীরে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে। এক পর্যায়ে দৈনিক মৃত্যু শূন্যতেও নেমে এসেছিল।
কিন্তু ডিসেম্বরের শেষ দিকে অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকেই আবার সংক্রমণ ও মৃত্যুর হার একটু একটু করে বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১২ হাজার ১৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩৬৩ জনে। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

ওমেন্স নিউজ ডেস্ক/