আব্দুল খালেকের কবিতা ‘ভালোবাসার খুনসুটিতে’

কবি আব্দুল খালেক

ভালোবাসার খুনসুটিতে
তোমার কথা মনে পড়লে সেদিনের
সন্ধ্যাটা কবিতা হয়ে ওঠে। বিকেলটা
গাঁয়ের রাঙাবধূ সাজে, বনের পাখি
মুচকি হাসে, প্রজাপতিরা ফুলের বুকে
আপন মনে ভালোবাসা নেয় লুটে।
ওদিকে ওই খেয়াঘাটে দাঁড়িয়ে সখা
হাটুরিয়া গোনে, তাই না দেখে গাঙের
পানি নাচে ছলাৎছল। দখিন হাওয়া বলে,
ওরে কৃষ্ণচূড়া তুই ফুটবি কবে বল?

ভালোবাসার খুনসুটিতে কাটছে যখন
বেলা, ফেরার সময় হলো তোমার,
                সাঙ্গ হলো সব খেলা।

আব্দুল খালেক: কবি ও লিটল ম্যাগের সম্পাদক। প্রকাশিত কাব্যগন্থ চারটি।

ওমেন্স নিউজ/