মহীতোষ গায়েনের কবিতা ‘ভালোবাসার চিঠি’

মহীতোষ গায়েন

ভালোবাসার চিঠি

হাওয়ায় উড়িয়ে দিলাম চিঠি…

ফুল হয়ে খুঁজে নিক আশা,

ফিরে পাক মুক্ত ভালোবাসা।


হাওয়ায় উড়িয়ে দিলাম প্রেম…

পাখি হয়ে মেলে দিক পাখা,

স্মৃতি-পটে কষ্ট হোক আঁকা।


হাওয়ায় উড়িয়ে দিলাম সুখ..

বৃষ্টিতে মুছে যাক যাবতীয় স্মৃতি,

হে বন্ধু!অন‍্য ভূমিষ্ঠ প্রেমে ইতি।


 সূর্য ডুবে গেলে খাঁ খাঁ করে বুক;

 অঙ্গীকার বিধৌত বৃষ্টি ভেজা মুখ,

 হাওয়ায় উড়াল দিল হৃদয়ের চিঠি…

কবি পরিচিতি: কবি ড. মহীতোষ গায়েন কলকাতা শহরের বাসিন্দা। কবিতা লিখছেন দীর্ঘদিন ধরে। ব্যক্তিগত জীবনে তিনি একজন শিক্ষক। অধ্যাপনা করছেন কলকাতার সিটি কলেজ। পাশাপাশি সাংবাদিক হিসাবেও কাজ করছেন-ডেইলি হান্ট নিউজ, গ্লোবাল নিউজে। তিনি কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সাধারণ সম্পাদক।

ওমেন্স নিউজ/